Post
Topic
Board Other languages/locations
Re: ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভ!
by
cryptoWODL
on 07/11/2023, 12:03:40 UTC
আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডটি দিন দিন আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। যেসব ইউজারদের কারণে এই সমৃদ্ধি লাভ করছে বাংলাদেশ লোকাল থ্রেড বা যেসব পোস্টের জন্য এই লোকাল থ্রেডটি সমৃদ্ধ লাভ করছে। সেসব পোষ্টের একটি তালিকা তৈরি করা হলো।

আমি অসংখ্য ধন্যবাদ জানাই @Little Mouse ভাই এবং @LDL ভাইকে যারা আমাকে এই পোস্টটি তৈরি করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আর একজন ব্যক্তির কথা না বললেই না @Learn Bitcoin ভাই যার পরামর্শ অনুযায়ী এই পোস্টের টাইটেল নির্ধারণ করা হয়েছে। আমি আশা করব তারা সব সময় আমাকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।


ক্রমিক|একনজরে দেখে আসুন|বোর্ড|
1
|Re: মাসিক পোস্ট একটিভিটি/কাউন্টডাউন|বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর >২০২৩ |
2
|Re: মাসের সেরা পোস্টগুলো|বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর >২০২৩|
3
|Re: নতুনরা - পোস্ট করার আগে পড়ুন      | বাংলাদেশ (Bengali) > BitCoinDream|
4
|Re: ইফেক্টিভ অনুবাদ|বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর > ২০২৩ | Z_MBFM, Bitcoin_people|
5
|Re: ইফেক্টিভ বিবিধ পোস্ট| বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর >২০২৩|

@Z_MBFM ভাই, সর্বোচ্চ মেরিট সংগ্রহকারির তালিকায় প্রথম স্থান অধিকার করে আছেন। এই লিস্টে আরো কিছু পোস্ট আছে যেগুলা কিছু মেরিট ডিজার্ব করে। এই তালিকা যারা স্থান পেয়েছেন। আশা করি ভবিষ্যতেও তারা ভালো ভালো পোস্ট করে বাংলাদেশ লোকাল থ্রেডটিকে আরও বেশি সমৃদ্ধশালী করে তুলবেন। সবার প্রতি শুভকামনা। জয় হোক বাংলাদেশ লোকাল থ্রেডের।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে। গুরুত্বপূর্ণ পোস্টগুলো এভাবে সংরক্ষণ করে রাখলে বা সাজালে ছোট বড় অনেকেই উপকৃত হবে কেননা তারা ইচ্ছে করলেই এই গুরুত্বপূর্ণ পোস্টগুলো যেকোনো সময় পড়ে নিতে পারবে এবং শিখতে পারবে এর থেকে।