


DOUBLE CENTURY FOR GLENN MAXWELL AND AUSTRALIA WINS..!
Oh my goodness..
What a match by mexwell.
Outstandiing, wow..
How can i explain this match.
Have a no word in my..
Love
প্রায় খাদের কিনারে চলে যাওয়া দলকে একা হাতে, ভাঙা পায়ে একা জেতালেন সঙ্গে নিজে খেললেন দু'শো রানের ইনিংস। যে কখনো ক্রিকেট ভালোবাসেনি, সেও আজ ম্যাক্সওয়েলকে ভালোবাসতে বাধ্য।
#CWC2023 #AFGvsAUS
অস্ট্রেলিয়া টিমের যখন ১০০ রান না হতেই ৭ উইকেট হারিয়ে ফেলে তখন আমার মনে হয়েছিল আজকের ম্যাচ অস্ট্রেলিয়া জয়লাভ করতে পারবে না। ম্যাক্সওয়েল গতকালকের ম্যাচ দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার এই খেলা দেখে কোটি কোটি ক্রিকেট ভক্তদের মন জয় করে ফেলেছেন তিনি। আফগানিস্তানের ব্যাডলাক ম্যাক্সওয়েলের দুইটা ক্যাচ মিস করেন আফগান প্লেয়াররা। যদি এই ক্যাচ মিস না করতো তাহলে হয়ত ম্যাক্সওয়েল অনেক আগে আউট হয়ে যেত তাহলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন রকম হতে পারত। ম্যাক্সওয়েল একবার আউট হয়েছিল তারপর ম্যাক্সওয়েল রিভিউ নেন পরে সে নট আউট হয়। তারপর থেকে শুরু হয় তার খেলা চার ছয় এর বর্ণ বসিয়ে দেয় ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল ১২৮ বলে ২০১ রান করে অপরাজিত থাকেন।