আমি এখন কিছু কয়েন ক্রয় করতে চাচ্ছি এখন ক্রয় করলে কি প্রফিট আশা করতে পারবো যেহেতু আগের তুলনায় দাম প্রায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
ভাই আপনার কাছে জানতে চাচ্ছি এই ইনস্ট্যান্ট মার্কেট থেকেই আমি বিনিয়োগ করব নাকি একটু অপেক্ষা করব।
দুজনকেই কোট করলাম মানে দুইজনের জন্যই কথাটা প্রযোজ্য।
আমি কোন ফিন্যান্সিয়াল এডভাইস দেই না। কে কোথায় বিনিয়োগ করবেন সেটা আপনার নিজের জ্ঞান খরচ করে বিনিয়োগ করাই শ্রেয়। তাছাড়া, আমি একজন ব্যাড ট্রেডার বলতে পারেন। যার কারণে আমি শর্ট ট্রেড করিই না। আমার বিনিয়োগ প্ল্যান সবগুলোই দীর্ঘদিনের জন্য। আর দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতে হলে যথেষ্ট সময় সবার দেয়া উচিত। অন্যের কথার উপর নির্ভর করে বিনিয়োগ নয়।
উপরের যে প্ল্যান আমি শেয়ার করেছি সেটাও কোন উপদেশ নয়। আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি। মুল্য ১০০ ডলার। এইটা লস হলেও আমার সমস্যা নাই।