আমি এই ENJ কয়েন এনালাইসিস করে দেখেছি এটা দীর্ঘদিন রাখতে পারলে আমি অবশ্যই সফল হতে পারব।
জি @2Pizza410000BTC ভাই, যেটাই করেন গভীরভাবে পর্যবেক্ষণ করে করেন। কারো সিদ্ধান্তে হুমরি খেয়ে পড়বেন না। আর একটা বড় কথা,
সকল ডিম একই ঝুড়িতে রাখা যাবে না। যাতে যদি কখনো আপনি লস বা ক্ষতির সম্মুখীন হন তাহলে যেন সব অর্থ নষ্ট না হয়ে যায়। আপনাকে যেন কারো দ্বারপ্রান্তে হাত পাততে না হয়। কারণ ছোটখাটো যেকোনো ভুল যেন,
সারা জীবনের কান্না না হয়ে দাঁড়ায়।