@LM ভাইয়ের ১০০ ডলার কে ১.৬ মিলিয়ন ডলারে পরিনত করার মিশে বিনিয়োগ করার আশা ছিলো কিন্তু ডলার না থাকায় সময় মতো বিনিয়োগ করতে পারি নাই। আশা করি এর পরবর্তীতে কোন কয়েন কিনবেন বলবেন আমি কেনার চেষ্টা করবো।
ইনভেষ্ট করার টাইম কেবল মাত্র শুরু হতে যাচ্ছে। সুতরাং মিস করে ফেলেছেন এমনটা ভাবার দরকার নেই। আমিও আপাতত ইনভেষ্ট করবো ছোট একটা এমাউন্ট। LM ভাইয়ের মতো আমিও আপাতত এনজিন কয়েন এ ইনভেষ্ট করবো ভাবছি। বুল রানে এই কয়েন টা ৫ এক্স দেবে বলেই আশা করছি। এমনকি আরো বেশি রিটার্ন আসতে পারে। তবে সবারই একটা সেলিং পয়েন্ট বা প্রফিট টেকিং পয়েন্ট থাকা উচিৎ। সবাই নিজেদের গোল সেট করে ইনভেষ্ট করাটাই বেটার হবে। তবে আমার দেখাদেখি কেউ কিনে বলবেন না যে ভাই আপনি কিনবেন বলেছেন তাই আমিও কিনেছি। আমি নিজেই তো আরেকজন কে দেখে কিনতেছি
