Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
cryptoWODL
on 08/11/2023, 14:12:05 UTC
আমরা ২০২৩ সালের শেষের দিকে অবস্থান করছি, বছরের শেষের দিকে এসে বিটকয়েনের মার্কেটে আমরা যথেষ্ট অস্থিরতা দেখেছি এবং সেই অস্থিরতা বিটকয়েনের মার্কেটকে ধরতে গেলে ভালো একটি পর্যায়ে নিয়ে এসেছে। বর্তমানে বিটকয়েনের মার্কেট 35 হাজার ডলার এর মধ্যে রয়েছে এবং এই অবস্থা থেকে বিটকয়েনের মার্কেটে নতুন বছরে আরো ভালো কিছু প্রত্যাশা করা হচ্ছে। ২০২৩ সালে মার্কেট যদি আর ডাম্পিং না হয় এবং ২০২৪ সালের একদম শুরুর দিকে মার্কেট যদি কিছুটা পজিটিভ থাকে তাহলে বছরের মধ্যবর্তী সময়ে গিয়ে বিটকয়েনের মার্কেট আমরা ৪৫ হাজার ডলারে দেখতে পারি। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে বিটকয়েনের মূল্য যদি 45 হাজার ডলার এর মধ্যে অবস্থান করে তাহলে আমি মনে করব তা বিটকয়েনের জন্য যথেষ্ট ভাল একটি দিক। আমি শুধুমাত্র আমার ধারণা থেকে এই কথাগুলো বললাম তবে মার্কেটে যে কোন পরিবর্তন হতে পারে।
হ্যাঁ, ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কখন কি হয় সেটা সঠিকভাবে বলা যায় না বা সম্ভব না। আমরা যদি মার্কেটের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারব যে, এক থেকে দের মাস আগেও বিটকয়েনের দাম ছিল মাত্র ২৫০০০ থেকে ২৮ হাজার ডলারের মধ্যে। তবে সেটা অক্টোবর মাসের শেষের দিক থেকে বৃদ্ধি পেতে শুরু করে এবং বর্তমানে 35000 ডলারের মত হয়েছে।
আমি বিটকয়েনের দাম সর্বোচ্চ ৬৯-৭০ হাজার ডলার পর্যন্ত দেখেছি হয়তো সেটাই ক্রিপ্ট ইতিহাসে বিটকয়েনের দাম সর্বোচ্চ ছিল।
অনেকে মনে করছেন যে, ২০২৪ সালে বিটকয়েন হালবিং শুরু হবে এবং হালভিং এরপর বিটকয়েনের দাম দাম কিছুটা কমবে তবে 2025 সালের বিটকয়েনের দাম আবার বৃদ্ধি পাবে হয়তো আমরা বিটকয়েনের দাম আবার ৭০ হাজার ডলার দেখতে পাবো।