Post
Topic
Board Other languages/locations
Re: PGP Tutorial Bangla
by
DYING_S0UL
on 08/11/2023, 14:46:52 UTC
PGP

ভাই আমার সময় হয়নাই পিজিপি ইনক্রিপশনটি টেস্ট করার, তবে টেস্ট করার আগে যদি দুই-চারটা কনফিউশন যদি ক্লিয়ার করে দিতেন তাহলে ভালো হতো।

১. পিজিপি তে আমরা যে মেইলটা ব্যবহার করতেছি তা যদি কোনো ভাবে আসল কোনো ইউজারের মেইল হয়ে থাকে সেক্ষেত্র কি ঘটবে? মানে ধরেন আমি কোনো ভাবে আপনার মেইল ব্যবহার করে ফেলছি। আবার আমি কি আমার নিজের পার্সোনাল জিমেইল (abc123@gmail.com - ফেক) ব্যবহার করতে পারবো? এই মেইলটার আসলে কাজটা কি?

২. পিজিপি তে কয়টা কি জেনারেট হয়? আমি যতদূর জানি, (পাবলিক কি/ফিঙ্গারপ্রিন্ট, প্রাইভেট কি, প্যারাফ্রেস কি, সেশন কি)। এর মধ্যে কোনো মেসেজ ইনক্রিপ্ট করতে পাবিলিক কি দরকার, আর এনক্রিপ্ট করা মেসেজ ডিক্রিপ্ট করতে প্রাইভেট কি দরকার (যার মেসেজ ডিক্রিপ্ট করবো তার প্রাইভেট কি)। আমি কি ঠিক বলছি?

এনক্রিপ্ট করা মেসেজ দেখার জন্য কোন কি টা লাগবে এবং কার?

আপাতত এই কয়টা কনফিউশন আছে।