[…]
ধন্যবাদ ভাই, কনফিউশন টা হয়তো চলে গেছে। দেখি এখন টেস্ট করে কাজ হয় কিনা।
আপনাদের মাঝে কিছু কিছু ইউজার ফোনে Kali Nethunter (Linux) ইনস্টল করে তাতে PGP এনক্রিপশন ব্যবহারের টুউটরিয়াল চেয়েছিলেন। এজন্য গাইডটা আজকে লিখে ফেল্লাম। PGP ব্যবহার না করতে পারলেও, অন্তত Kali Linux এর মজা নিতে পারবেন। এখানে ইনবিল্ড অনেক টুলস্ ইনস্টল করা আছে (এক্সপ্লোয়েট আর হ্যাকিং রিলেটেড)। যারা এইসব বিষয়ে আগ্রহী তারা ঘাটাঘাটি করতে পারেন। বাংলা টুউটরিয়ালও খুব তাড়াতাড়ি দিয়ে দেয়া হবে।
➥
[Eng: Tutorial] Kali NetHunter - Linux on Androidকারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন। সম্ভব হলে ফিক্স করে দিবো।