Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 09/11/2023, 12:47:39 UTC
২০২৪ সালে আপনারা বিটকয়েন আবস্থা কেমন হবে বলে মনে করছে? এখন বর্তমান সময়ে বিটকয়েনের অবস্থা মোটামুটিভাবে স্টেবল হচ্ছে। এই দ্বারা অবহ্যাত থাকলে ২০২৪ সালের বিটকয়েনের অবস্থা কেমন হতে পারে বলে মনে করেন? আর এই দ্বারা অব্যহত থাকবে কি না থাকবে না এটা নিয়েও আপনার মন্তব্য শেয়ার করবেন।
মার্কেট সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, আজকে মার্কেট যে অবস্থায় রয়েছে ভবিষ্যতে মার্কেট কেমন অবস্থা যাবে এরকম কোন নিশ্চয়তা নাই তবে মার্কেটের গতিবিধি অনুযায়ী কিছুটা ধারণা করা যায় যে মার্কেটের পরবর্তী মুভমেন্ট কেমন হতে পারে। বিটকয়েনের মার্কেট আপনি বলেছেন স্টাবল অবস্থায় রয়েছে কিন্তু মার্কেট স্টাবল অবস্থায় নেই বরং বিটকয়েনের মার্কেট ৩৪ হাজার ডলার থেকে ৩৬ হাজার ডলার এর মধ্যে অবস্থান করছে এবং গত রাতে আমি দেখেছি বিটকয়েনের মূল্য ৩৬ হাজার ডলার অতিক্রম করেছে। অর্থাৎ বিটকয়েনের মার্কেট প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তনশীল। মার্কেট যদি আপনি ভালভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মার্কেটের ক্যান্ডেলগুলো নিয়মিত উঠানামা করছে অর্থাৎ কখনোই ক্যান্ডেল গুলো স্থির অবস্থায় থাকে না। ২০২৩ সালের শেষের দিকে আমরা রয়েছি, শেষের দিকটা যদি পজিটিভ ভাবে শেষ হয় তাহলে ২০২৪ সালের শুরুর দিকটা বিটকয়েনের জন্য ভালো হতে পারে। ২০২৪ সালে মার্কেট যদি ৪৫ হাজার ডলার থেকে 50000 ডলার এর মধ্যে অবস্থান করে তাহলে আমি মনে করব সেটা বিটকয়েনের জন্য খুবই পজেটিভ একটি দিক।
ভাই এটা সত্যি কথা যে বিটকয়েন বাজার সম্পর্কে নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পারবে না কারণ বিটকয়েনের বাজার পরিবর্তনশীল। বর্তমান বিটকয়েনের মার্কেট ৩৪ হাজার ডলার থেকে ৩৬ হাজার ডলার অবস্থান করছে মাঝে মাঝে উঠানামা করছে। বিটকয়েনের বাজার কোমশই পরিবর্তনশীল হচ্ছে তাই এখন যদি আমি বিটকয়েনে আরো কিছু অর্থ ইনভেস্ট করতে চাই তাহলে কি আমার জন্য এটা ঠিক হবে?