Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 10/11/2023, 22:49:51 UTC
ধুর মিয়ারা আপনারা সবাই Enjin নিয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু কয়েন সবার চোখে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। এক সপ্তাহ আগেও কিছু কিছু কয়েন অনেক কম দামে ছিল কিন্তু বর্তমানে তা ৭ আর ১০ গুন করে বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

Solana কয়েক মাস আগেও 12-13 ডলার করে ছিল কিন্তু কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ ডলারের অবস্থান করছে।

PYR এই টোকেনটি বর্তমানে অনেক গুন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে 6 ডলারের কাছাকাছি অবস্থান করছে।

FTX এই টোকেনটি সবাই স্ক্যাম মনে করে বিনিয়োগ করেননি কিন্তু দেখেন আজকের অবস্থা। এটি এক ডলারের নিচে নেমে গিয়েছিলাম কিন্তু বর্তমানে পাঁচ ডলারের কাছাকাছি অবস্থান করছে।