Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 11/11/2023, 01:32:31 UTC
⭐ Merited by cryptoWODL (1)
কিছু দিন আগে কে যেনো বলেছিলেন নগদ/বিকাশ থেকে মেসেজ দিয়ে সতর্ক করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরতী থাকুন। আজকে দেখি আমার ফোনেও এসেছে বিকাশ থেকে দিয়েছে। ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত রয়েছি এমনেই অনেক ভয় হয়, এই ধরনের নিউজ দেখে আরও অনেক ভয় লাগে।

বাংলাদেশ গভারমেন্ট যেখানে বিটকয়েন এর বিপরীত সেখানে মোবাইল ব্যাংকিং গুলো এ ধরনের প্রচারণা করবে এরকমটাই স্বাভাবিক। আপনি শুধুমাত্র বিকাশের প্রচারণা দেখেছেন কিন্তু আমি আমাদের দেশের বিভিন্ন জনপ্রিয় সংবাদ চ্যানেলগুলোতে এ ধরনের সতর্কতা মূলক প্রচারণা সব সময় দেখতে পাই। কিছুদিন আগে নগদ লিফলেট এর মাধ্যমে এ ধরনের প্রচারণা করেছে।
বিটকয়েনের মাধ্যমে লেনদেন করলে সেটা আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য ক্ষতি এরকমটা আমাদের দেশের সরকার মনে করে যার কারণে শীর্ষস্থানীয় মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো বিটকয়েন ব্যবহার করা নিয়ে সর্বোচ্চ সর্তকতা মূলক প্রচারণা করে থাকে।

আমরা যারা ক্রিপ্টো কারেন্সির সাথে জড়িত আছি এবং যারা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে থাকি তাদের এ ধরনের হাজার প্রচারণা দেখিয়ে লাভ নাই কারণ আমরা এই ধরনের প্রচারণা দেখে অভ্যস্ত এবং এই ধরনের প্রচারণা আমাদের কাজের ক্ষেত্রে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে না।