কি করবো ভাই ভালো এনালাইসিস করতে পারিনা যার কারণে কোন কিছুতেই সফলতা পাচ্ছিনা। দুইদিন আগে ENJ কয়েন কিনে শর্ট টাইম ট্রেডিং করার পরিকল্পনা করেছিলাম কিন্তু market ডাম্পিংয়ের কারণে এখন পর্যন্ত লসের মধ্যে রয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিকভারি হয়েছে একটু প্রফিটের আশায় বাড়িয়ে অর্ডার দিয়ে রেখেছি কিন্তু আবার আমার মূল ব্যালেন্স থেকে ঘাটতি রয়েছে। তবে আমি চিন্তাভাবনা করছি শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন ব্যবহার ট্রেডিং করব। কেননা শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন বেস্ট।
বিনিয়োগ করলে লাভ এবং লস এই দুটোকে মেনেই বিনিয়োগ করতে হবে। কেননা বিনিয়োগ করলে যে সর্বদাই শুধু লাভ হবে তেমনটা নয়। তবে সঠিক সময় যদি সঠিক কয়েন কিনে বিনিয়োগ বা ট্রেডিং করা যায় তাহলে স্বল্প সময়ে লাভ করা যায়।
আমি যত দেখেছি আল্ট কয়েন এ স্বল্প মেয়াদে বিনিয়োগ করে কেউ লাভবান হতে পারেনি তবে আল্ট কয়েনে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা উচিত। কয়েকদিন ধরেই Enj টোকেন এর দাম ০.৩০ এর পাশাপাশি ঘোরাঘুরি করছে।
আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো তো কিছু নেই শুধু একটা কথাই বলবো আপনি এই টোকেনটি দীর্ঘ সময়ের জন্য ধরে রাখুন হয়তো ভালো কিছু আশা করা যেতে পারে।