আমি বিটকোইন্টক এ নতুন আমার উচ্চ মানের পোস্ট এবং মেরিট উপার্জন এর জন্য করণীয় কি।
আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডটি দিন দিন আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। যেসব ইউজারদের কারণে এই সমৃদ্ধি লাভ করছে বাংলাদেশ লোকাল থ্রেড বা যেসব পোস্টের জন্য এই লোকাল থ্রেডটি সমৃদ্ধ লাভ করছে। সেসব পোষ্টের একটি তালিকা তৈরি করা হলো।
আমি অসংখ্য ধন্যবাদ জানাই @Little Mouse ভাই এবং @LDL ভাইকে যারা আমাকে এই পোস্টটি তৈরি করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আর একজন ব্যক্তির কথা না বললেই না @Learn Bitcoin ভাই যার পরামর্শ অনুযায়ী এই পোস্টের টাইটেল নির্ধারণ করা হয়েছে। আমি আশা করব তারা সব সময় আমাকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।
আপনি কোট করা পোস্টগুলো ভালোভাবে খেয়াল করে দেখুন এরা যারা বেশি বেশি মেরিট পেয়েছে তারা কি টাইপের পোস্ট করে। আপনি ফোরামে নিয়মিত একটিভ থাকুন এবং সকলে যে টাইপের পোস্ট করে সে টাইপের পোস্ট করার চেষ্টা করুন দেখবেন আপনিও একদিন এদের মত বড় ইউজার হয়ে গেছেন। ফোরামে এসে কখনো অধৈর্য হলে চলবে না বরং ধৈর্য ধরে সকলের সাথে মিশে মিলেমিশে কাজ করুন অবশ্যই আপনি সাকসেস হবেন।