আমাদের মাঝে অনেকেই আছি যাদের কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই। তাই তাদের জন্য
Kali Nethunter এর একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটি ব্যবহার করে আপনি আপনার এনড্রয়েড ফোনেই লিনাক্স ব্যবহার করতে পারবেন (রুটলেস)।
আচ্ছা, বাংলায় এটা পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। যদিও আমি অরিজিনাল থ্রেড ই পড়েছি। আমি চেস্টা করেছিলাম ইনস্টল করার জন্য, কিন্তু ইনস্টল করার সময় কি যেনো ইরর আসছিলো তারপর আর আগাতে পারি নাই। এখন ভুলে গেছি যে কি ইরর আসছিলো। আমি কিছুদিন ধরে এনড্রয়েড এর ন্যাটিভ এপ খুজতেছিলাম যেটা আমি পেয়েছিলাম কিছুদিন আগেই। তবে কিভাবে ব্যাবহার করতে হবে বুঝতেছিলাম না। একটু ঘাটাঘাটি করতে কিছুটা বুঝতে পেরেছি।
ডেস্কটপ থেকে এনক্রিপ্ট করে মোবাইলে ডিক্রিপ্ট করতে পেরেছি। তবে একটা কাজ আরো বাকি আছে, মোবাইল থেকে এনক্রিপ্ট করে ডেস্কটপে ডিক্রিপ্ট করার ট্রাই করি নাই এখনো। আজকে আপাতত ডেস্কটপ এর এক্সেস নাই আমার কাছে। ডেস্কটপে চেক করেই এটা নিয়ে লিখবো। তবে খুব শীগ্রই মোবাইল এপ টা নিয়ে একটা টিউটোরিয়াল লিখবো। আশা করি সবাই ব্যাবহার করতে পারবেন। আপা