Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 13/11/2023, 08:52:44 UTC
ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স
তিনি ওই সময় 600 বিটকয়েন ক্রয় করেছিলেন কিন্তু হয়তো ওই সময় তিনি আরো বিটকয়েন ক্রয় করতে পারতেন কিন্তু হয়তো তার প্ল্যানে বিটকয়েন ক্রয় করার ইচ্ছা থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। তাই রুপক অর্থে বাস মিস করার কথা বলেছেন অর্থাৎ বিটকয়েন ক্রয় করার সুযোগ থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। আমরা অনেক সময় বলি আহ ট্রেন মিস করলাম মানে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা অনেক সময় কিছু টোকেন দাম অনেক কমে যাওয়ার পরে ক্রয় করি না এর মানে আমরা ওই সময় হেলায় সুযোগ কাজে লাগাই না কিন্তু যখন ঐ টোকেন দাম বৃদ্ধি পায় তখন আমরা আফসোস করি এটাকে আমরা ট্রেন মিস করা বা বাস মিস করার সাথে তুলনা করতে পারি।
এই বিনিয়োগকারী সোজা কথা কিছুটা ঘুরিয়ে বলেছে, প্রথমদিকে একজন সাধারণ সদস্য এই কথার মানে বুঝবে না তবে যদি সে ক্রিপ্টো নলেজ দিয়ে এই কথার মানে বুঝতে চায় তাহলে অবশ্যই সে এই কথার মানে বুঝতে পারবে। ওই সময়ে এই ব্যক্তি ৬০০ বিটকয়েন ক্রয় করেছিল এবং তার কাছে আরো বিটকয়েন ক্রয় করার মত অর্থ ছিল কিন্তু তিনি অর্থ থাকা শর্তেও বিটকয়েনে বিনিয়োগ করেননি যার কারণেই তিনি তার বিনিয়োগ মিস করাকে বাস মিস করার মাধ্যমে বুঝিয়েছেন। উনি একমাত্র ব্যক্তি নন যে এরকম ভুল করেছেন আমরাও এ ধরনের সাধারণ ভুল করে থাকি এবং যখন কোন একটি কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায় ওই সময়ে গিয়ে আমরা আফসোস করি।