Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 13/11/2023, 14:41:18 UTC
ইন্টারেস্টিং ব্যাপার তো! আমার জানামতে স্পোর্টস বেট প্রতি সিজনেই কোনো না কোনো টিম কে স্পন্সর করে থাকে। তারা কি সব টিম এর সাথে চুক্তি করার সময় এরকম ই চুক্তি করে যে বিটকয়েন এর লগো ব্যাবহার করতে হবে? এই সিজনেও কি এরকম টা করেছে নাকি শুধু সেই এক সিজনের চুক্তির সময় ই এরকম টা করেছিলো?
ওয়াটফোর্ডের সাথে স্পেশাল কিছু ছিল সম্ভবত।

Quote
ওপরের অংশটুকু লিখেই একটু গুগল সার্চ মেরে যা রেজাল্ট পেলাম, Watford তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বিটকয়েনের একটা সাব ডোমেইন ক্রিয়েট করেছে শুধুমাত্র বিটকয়েন কে ডেডিকেটেড করে; https://bitcoin.watfordfc.com/
হ্যা, এইটা তখনকার পার্টনারশীপের অংশ। ওয়ার্টফোর্ড সে সিজনে কিছু দুর্দান্ত ম্যাচ খেলেছিল যেখানে একটা সম্ভবত ৩-০ লিভারপুল।

Quote
যদিও ২০২৩/২৪ সিজনে নিউ ক্যাসেল এর সাথে চুক্তি হয়েছে। কিন্তু তাদের কিট এ না দেখলাম স্পোর্টস বেট এর নাম, না দেখলাম বিটকয়েন এর লোগো। ব্যাপার টা একটু কনফিউজিং মনে হলো।
কারণ সম্ভবত তারা নিউক্যাসেলের মেইন স্পন্সর না। বর্তমান টপিকে শুধু অফিসিয়াল পার্টনার লেখা আছে যেখানে আগে মেইন স্পন্সর লেখা থাকত।