Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
cryptoWODL
on 14/11/2023, 03:36:42 UTC
আফসোস তো অবশ্যই হবে । যদি ২০৩০ সালের পরে বিটকয়েনের দাম যদি পাঁচ লক্ষ ডলার হয় তাহলে আপনি মনে করেন প্রতি সপ্তাহে কি পরিমান বিটকয়েন পাচ্ছেন এবং কি পরিমাণ বিটকয়েন জমা করতে পারছেন। ২০৩০ সালের অবশ্যই আপনি আফসোস করবেন যে হায় আল্লাহ আমি ২০২৩ সালে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে উমুক ডলার পর্যন্ত পেয়েছি। তখন সেই বাস ধরার মতো আপনারও কাহিনী হয়ে যাবে। তাই সময় থাকতে বাসটা ধরিয়ে ফেলুন। তা না হলে ইতিহাসে আপনাদের আফসোসটাই একসময় জুনিয়ররা এরকম পোস্ট আকারে তুলে ধরবে।
আফসোস তো আমি এখনি করি কারন কয়েকদিন আগের কথাই ১ মাস বা কিছু দিন বেশি হয়েছে। $২০ ডলার BTC পেমেন্ট পেয়েছিলাম, আজকে দেখলাম দাম বৃদ্ধি পেয়ে  সেই বিটকয়েন $২৭ ডলার দাম হয়েছে। আবার যে পেমেন্ট $৪০ ডলারের পেয়েছিলাম দেখি $৫৪-৫৫ ডলার দাম হয়েছে। আজকে আমার মনে হলো কেন বিক্রি করে ফেললাম। যদিও আমি কিছু কিছু হোল্ড করে রাখি আমার ভবিষ্যতের জন্য, প্রয়োজন ছিলো দেখে BTC সেল করে দিয়ে প্রয়োজন মিটিয়েছি। তবুও আমরা মানুষ তো একটু আফসোস লাগে।
কথায় আছে যে, মানুষ যতই পায় ততই চায়
কোন কিছু পাওয়া নিয়ে মানুষের আফসোসের শেষ নেই। আপনারা এই মুহূর্তে সিগনেচার ক্যাম্পেইন করে যে পরিমাণ বিটকয়েন পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের নিজেদের প্রয়োজনের স্বার্থে খরচ করছেন। এই সিগনেচার ক্যাম্পেইনে যদি আপনারা যুক্ত হতে না পারতেন তাহলে আপনাদের একটা আফসোস থাকতো যে ইস আমি কেন জয়েন করতে পারলাম না।
অন্যদিকে এখন আবার আফসোস করছেন যে কেন আমি সম্পূর্ণ বিটকয়েন খরচ করলাম।
তাই ভবিষ্যতে যাতে আপনাদের এরকম আফসোস না হয় সেই জন্য আপনাদের উপার্জিত বিটকয়েনের ৩০ থেকে ৪০% এর মত জমা করে রাখা উচিত তাই যখন বিটকয়েনের দাম ভবিষ্যতে বৃদ্ধি পাবে তখন আর কোন আফসোস থাকবে না আপনাদের।