Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Do or Die
on 14/11/2023, 04:52:09 UTC
কেননা ২০২৪ সালে বিটকয়েন হালভিং, ২০২৫ সালে বুলরান শুরু হবে। আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি, আপনি পিকচার দেখতে পারবেন প্রত্যেক হালভিং এর পরের বছর বুলরান শুরু হয়। আপনি বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন, এটা আমি আপনাকে পরামর্শ দিলাম আপনি নিজে ঝুকি বহন করে বিনিয়োগ করবেন। বিনিয়োগ থেকে কোন প্রকার ক্ষতিগ্রস্ত হলে কাউকে দোষারোপ করবেন না।
https://www.talkimg.com/images/2023/11/13/zZg7I.jpeg
পিকচার সোর্স : টুইটার X
আচ্ছা, বিটকয়েন হালবিং এর সময় কি বিটকয়েনের দাম অর্ধেক হইয়া যাবে মানে এখন তো বিটকয়েনের দাম ৩৬ হাজার বা ৩৭০০০ ডলার এর মত আছে। যদি বিটকয়েন হালবিং এর সময় একই দাম থাকে তাইলে কি বিটকয়েনের প্রাইস ১৬০০০ ডলারের নামবে।
Bitcoin Halving নিয়া আমি বেশ কিছু প্রশ্ন উপস্থাপন করতে চাই আপনাগো মাঝে।
প্রশ্ন: ১: Bitcoin Halving কি ও এর মানে কি?
প্রশ্ন: ২: কেন  Bitcoin Halving হয় এবং কত সালে প্রথম Halving হয়েছিল
প্রশ্ন: ৩: Bitcoin Halving হলে কি হয়
Crypto Currency তে যেসব ভাইরা যুক্ত তারা সবাই Bitcoin Halving এর কথা শুনছে হয়তো কেউ এর সম্পর্কে জানে। আপনাদের সবার কাছে আমি এইগুলা জানতে চাই।