Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: [BAN: Tutorial] Kali NetHunter - Linux on Android
by
DYING_S0UL
on 14/11/2023, 11:42:10 UTC
⭐ Merited by fillippone (1)
মোবাইলে একটা এপ পেয়েছি যেটাতে PGP মেসেজ এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করা যায়, তাই আপাতত নেট হান্টার ইন্সটল করে ডিভাইসের স্পেস নষ্ট করতে চাই না।

যেহেতু এন্ড্রয়েড এর জন্য ডেডিকেটেড এপ আছে, এটা ব্যাবহার করাই সবচাইতে ভালো হবে বলে মনে করি। এগুলো নিয়ে ঘাটাঘাটি করে যা বুঝলাম, বেশ কিছু এপ এবং সার্ভিস ডেভেলপ হয়েছিলো, কিন্তু সেগুলো কন্টিনিউ করা হয় নাই কোনও একটা কারণে।

আচ্ছা ভাই বানাইয়েন। ট্রাই করবো নি। আসলে আমারো, ফোনে এপের মাধ্যমে PGP ব্যবহারের ইচ্ছা ছিল। Kali Nethunter  বানানোর আগে আমি গুগল আর ইউটিউবিং করে দেখেছিলাম নেটিভ এপস্ আছে কিনা। আহামরি কাজের কিছু পাইনি এ রিলেটেড। একটা এপস্ যদিও পাইছিলাম, কিজানি Onechain না Keychain এমন নাম (সবুজ এপ আইকন)। তবে এপস্ টা কেমন সুবিধার লাগেনি, অনেক ওল্ড আর মেইনটেন/আপডেটও করা হয়নি। ইমপোর্ট এক্সপোর্ট কি জানি ফাংশন ইউজ করতে হয়।

সত্যি বলতে, ফোনে এসব জিনিস মেইনটেন করা আমার কাছে ঝামেলার মনে হয়। প্রাইভেট Key গুলো ব্যাকআপ করে রাখা, আবার এপস্ ইনস্টল করে রাখা।  মাসে হয়তো একবার ব্যবহার করবো আবার সাতমাস পড়ে থাকবে, জায়গা খাবে, রাম নষ্ট করবে। এর থেকে ভালো পিসিতেই একবার ইনস্টল করলাম, আর সব ভুলে গেলাম। কারন পিসিতে চাপ পড়বে না ফোনের মতো। কনফিগ ম্যাটার। ব্যাকআপের ক্ষেত্রেও সেম। text ফাইল বা doc ফাইলে সব লিখে সব একটা আলাদা ফোল্ডারে রেখে দিলাম, যদি দরকার পরে ফোল্ডারটার একটা zip backup ও করে রাখলাম, জাস্ট ইন কেস। কথা শেষ। কিন্তু ফোনে এই সিম্পল কাজ করতে গেলেও ঝামেলা মনে হবে।