Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 14/11/2023, 13:49:04 UTC
আমি কিছু বিটকয়েন কিনতে চাচ্ছি। সেই জন্য কোন ওয়ালেটে আমার সম্পত্তি সংরক্ষণ করব। সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে যেয়ে একটা কন্টেন্ট চোখে পড়ে। কন্টেন্টটা পরে যথেষ্ট ভালো লাগলো।

আমি কন্টেন্টটি পড়ে যতটুকু বুঝতে পারলাম হার্ডওয়্যার বা পেপার ওয়ালেট সবচেয়ে বেশি ভালো হবে। যেহেতু এটি অফলাইনে করা হয়, সেহেতু এটা মোটামুটি রিক্সমুক্ত। কিন্তু সিনিয়রদের কাছে আমার একটা বিষয় জানার ছিল, এই হার্ডওয়ার ওয়ালেট বা পেপার ওয়ালেটে ট্রানজেকশন কি অনলাইন ছাড়া কোনভাবেই করা যায় না?

@Littlt Mouse
@Shasan
@LDL
@Learn Bitcoin
@Crypto Library
@tjtonmoy

সিনিয়ার ভাইদের কাছে অনুরোধ রইলো, আমি মাত্র ৪টি মেরিটের জন্য ফুল মেম্বার পদ অর্জন করতে পারছি না। আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ!

আপনি যদি বিটকয়েন কিনে ধরে রাখতে চান তাহলে অবশ্যই ধরে রাখতে পারেন। যদিও বিনিয়োগের জন্য সেরা সময় আপনি মিস করেছেন। তবে আপনি বিটকয়েন ধরে রাখার জন্য ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারেন। যেহেতু হার্ডওয়ার ওয়ালেট অনেক ব্যয়বহুল সেহেতু ইলেকট্র্রাম ওয়ালেট ব্যবহার করে অনেকটাই নিরাপদ থাকতে পারেন। তবে ওয়ালেটের বীজ বাক্যাংশ খুবই নিরাপদে থাকবেন যেন কোন ভাবে কেউ চুরি করতে না পারে।

আমি যতটুকু জানি হার্ডওয়ার ওয়ালেট বা পেপার ওয়ালেটের ট্রানজেকশন অফলাইনে কোনভাবেই করা যায় না। ট্রানজেকশনের জন্য অবশ্যই অনলাইনের প্রয়োজন রয়েছে।

op আমি সব সময় সময়হার্ডওয়ার ওয়ালেট আমার বিটকয়েন গুলো রাখতাম আমার কাছে মনে হয় হার্ডওয়ার ওয়ালেট রাখা অনেকটাই নিরাপদ। হার্ডওয়ার ওয়ালেট  ব্যয়বহুল হলেও এখানে আমাদের বিটকয়েন অনেক নিরাপদে রাখে আমি হার্ডওয়ার ওয়ালেট  ব্যবহার করে অনেক স্বাচ্ছন্ন বোধ করি। আমি কখনো ইলেকট্র্রাম ওয়ালেট ব্যবহার করিনি অবশ্যই  ইলেকট্র্রাম ওয়ালেট এর ব্যবহার শুনেছি এটা নাকি অনেক ভালো। ওকে আমি চেষ্টা করব ইলেকট্র্রাম ওয়ালেট ব্যবহার করার। আপনাদের কাছে কি মনে হয় কোন ওয়ালেট টা বেশি ভালো হবে ইলেকট্র্রাম ওয়ালেট নাকি হার্ডওয়ার ওয়ালেট?