Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Volimack
on 14/11/2023, 14:22:48 UTC
⭐ Merited by Suzume (1)
আমি কিছু বিটকয়েন কিনতে চাচ্ছি। সেই জন্য কোন ওয়ালেটে আমার সম্পত্তি সংরক্ষণ করব। সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে যেয়ে একটা কন্টেন্ট চোখে পড়ে। কন্টেন্টটা পরে যথেষ্ট ভালো লাগলো।

আমি কন্টেন্টটি পড়ে যতটুকু বুঝতে পারলাম হার্ডওয়্যার বা পেপার ওয়ালেট সবচেয়ে বেশি ভালো হবে। যেহেতু এটি অফলাইনে করা হয়, সেহেতু এটা মোটামুটি রিক্সমুক্ত। কিন্তু সিনিয়রদের কাছে আমার একটা বিষয় জানার ছিল, এই হার্ডওয়ার ওয়ালেট বা পেপার ওয়ালেটে ট্রানজেকশন কি অনলাইন ছাড়া কোনভাবেই করা যায় না?

সিনিয়ার ভাইদের কাছে অনুরোধ রইলো, আমি মাত্র ৪টি মেরিটের জন্য ফুল মেম্বার পদ অর্জন করতে পারছি না। আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ!

এখানে সব চাইতে বড় ব্যাপার হইলো আপনি যখন বিটকয়েন হোল্ড করতে চাচ্ছেন তখন আপনি যেই ওয়ালেট ব্যাবহার করেন না কেনো সেটার একাধিক ব্যাকয়াপ রাখবেন, এমন যায়গাতে রাখবেন যেনো সহজে নস্ট না হয়। এমন ওয়ালেট ব্যাবহার করবেন যারা ফ্রেজ/ব্যাকআপ কী দিয়ে থাকে। তাহলে একটা সার্ভার বন্ধ হলেও যেনো অন্য ওয়ালেট ব্যাবহার করে আপনার ফান্ড উঠাইতে পারেন।

Development & Technical Discussion > Wallet software এখানে দেখেন বিটকয়েনটল্ক সমর্থন করে এমন কিছু ওয়ালেট আছে সেগুলোর মধ্যে আপনার একটা ব্যাবহার করেন সেটাই ভালো হবে।