আসলে আপনি যে বিষয়টা শেয়ার করেছিলেন সেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল তবে আমার ফোনে গতবার second space চালু করতে গিয়েছিলাম তাতেই লেগিং এর ওপরে বাঁচে না। আর ভাবতেছি যদি এখন মোবাইলের স্পেস খালি করেও এটি টেস্ট করি তাহলে ফোনের অবস্থা কেমন হবে।
যদিও আমার পিসি রয়েছে এবং সেখানেও বর্তমানে আমি এগুলো ইজিলি রান করতে পারছি। তারপরও মোবাইল এর এ বিষয়টা ইন্টারেস্টিং মনে হয়েছে আমার নিকট কারণ অনেক সময় আমরা এমন জায়গায় থাকি যেখানে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে যাওয়া হয় না।
Second space চলবে না ভাই। হয়তো দুইদিন চলবে তারপর দেখবেন চলেনা ল্যাগ মারে বা সারাজীবন লোডিং হয়। ফোনের নিজস্ব second space হলে সমস্যা হওয়ার কথা না, বাট এপ দিয়ে যেসব স্পেস বানান ঐগুলো মিন করছি আমি। ফোনে আপনি পিসির মতো Virtual Box এর মতো software ব্যবহার করে এনড্রয়েডের মধ্যে এনড্রয়েড ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রেও ভালো ফোন লাগবে। এই এপস দিয়ে।

আচ্ছা ভাই এগুলোর কি আরো লাইট ওয়েট ভার্সন রয়েছে ?
Lite ভার্সন বলে তো Kali Nethunter এর? যদি সেটা মিন করে থাকেন তাহলে হ্যা আছে। নেটহান্টার ফোনের জন্য আলাদা করে ডেভেলপ করা। যখন এটি ইনস্টল করতে যাবেন তখন তিনটা ভার্সন সিলেক্ট করতে পারবেন (full, minimal, nano)।
আমি full ভার্সন ইনস্টল করছিলাম। এটার ইন্সটলেশন ইমেজ সাইজ ২জিবি ছিল। ইনস্টল হওয়ার পর ১৫-১৮ জিবি জায়গা খেয়ে ফেলে termux। মূলত এটায় সব প্যাকেজ আর এপস বিল্ডইন থাকে। আরো লইট, কম স্পেসের কিছু চাইলে তো আছেই minimal আর nano। Mimimal ভার্সনটি ১৩০-১৫০ এমবি। ইনস্টল করলে ৫ জিবির মতো জায়গা খায়। Nano ট্রাই করিনি। আর ল্যাগিং এর বিষয়টা ভার্সন এর উপর ডিপেন্ড করে না। ৩ ভার্সনই সেম ভাবে চলে। আমি ৪/৬৪ এর ফোনে ব্যবহার করছি কোনো ল্যাগিং পাই নাই। তবে termux এ যখন download, image file extract হচ্ছিল তখন ল্যাগিং দেখছিলাম যা স্বাভাবিক।
আপনার ফোনে যদি OTG সাপোর্ট থাকে তাহলে ইজিলি মনিটরে স্ক্রিন শেয়ার দিয়ে সেখানে মাউস কিবোর্ড দিয়ে চালাতে পারেন।
