Bitcoin_people, আপনাকে অসংখ্য অভিনন্দন সিনিয়র মেম্বার রেংক এচিভ করার জন্য। আমার কাছে যথেষ্ঠ মেরিট ছিলো আপনাকে দেয়ার মতো, তাই সর্বশেষ ৬ টা মেরিট দিয়ে রেংক আপ এ সহযোগীতা করার চেষ্টা করলাম।
বাংলাদেশ থ্রেড এর কথায় আসি। সব সময় নানান ভাবে আপনাদের ইঙ্গিত দিয়ে নানান কথা বলেছি। আপনাদের কে বার বার রিকোয়েষ্ট করেছি যে দয়া করে আপনারা কোনো প্রকার এবিউজিভ কাজে জড়াবেন না। বাংলাদেশ লোকাল থ্রেড এর মান সম্মান বলতে এমনিতেই কিছু নাই। Little Mouse ক্যাম্পেইন ম্যানেজার। তিনি বাংলাদেশ থ্রেড এ পোষ্ট না করলে কারো কিছু যায় না, আর আসেও না। Shasan ভাইয়ের নিজের লেন্ডিং সার্ভিস আছে। উনি এই থ্রেড কেনো? ফোরামের কোথাও যদি পোষ্ট না করে, কোনো ক্যাম্পেইনে যদি জয়েন না করে, ওনার কিচ্ছু হবে না। কিন্তু আমরা বাকিরা যারা আছি, আমাদের তো ভালো একটা এমাউন্ট ইনকাম হচ্ছে। হচ্ছে না?
এগুলো কেনো বলছি?
ফোরামে মাল্টিপল একাউন্ট চালানো এলাউ। আপনারা যদি মাল্টিপল কোউন্ট অপারেট করেন, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যা অন্য যায়গায়। আপনারা মেরিট এবিউজ করেন কেনো? এতোদিন কারো নাম ধরে বলি নাই। আজকে বাধ্য হচ্ছি কয়েকজন কে মেনশন করতে। cryptoWODL, 2Pizza410000BTC, roksana.hee, HelliumZ , Out of mind, Essential10, Nothingtodo, Bitcoin_people, synchronym, Gulttam2a2, Synonyms, আপনারা সবাই নিজেদের কি মনে করেন বলেন তো? ফোরামে যারা আছে তারা কি আবাল? আপনাদের মেরিট ট্রেডিং কি কারো চোখে পড়ে না? আপনারা কি মনে করেন? মানুষ চোখে কাঠের চশমা লাগিয়ে বসে আছে? ফোরামে মেসেজ দিয়ে, টেলিগ্রামে মেসেজ দিয়ে মেরিট বেগিং, আবার অন্যদের কে হেল্প! বাহ! মগের মুল্লুগ মনে হচ্ছে? এখন সব গুলোরে ধরে যদি কয়েকজন ডিটি মিলে ট্যাগ মারা শুরু করে, কি করবেন আপনারা? আপনারা কি মনে করেন এগুলো কেউ দেখে না? বেশ কয়েকজন গ্লোবাল মেম্বারের চোখে আছেন, যখন ট্যাগ খাইয়া কান্নাকাটি করবেন, তখন বুঝবেন। কার কয়টা করে একাউন্ট, কোনটা দিয়ে কোনটা রে মেরিট দিচ্ছেন, এগুলো আসলে এনক্রিপ্ট করা তথ্য না। এগুলো সবার চোখের সামনেই।
সর্বশেষ ৩ মাস যাবৎ আপনাদের কে বার বার করে বলে যাচ্ছি। আপনারা এসব ব্যাপার কানেই নিচ্ছেন না। এতো লোভ কেনো ভাই? পারলে ফেয়ার ভাবে ১০ টা একাউন্ট চালান দেখি।