আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানি কয়েক বছর ধরে কিন্তু এই কয়েক বছর ধরে একটা জিনিস লক্ষ্য করতেছি ক্রিপ্টো মার্কেটে অনেক নিউজ আসতেছে যা মার্কেটে প্রাইসের দাম ওঠানামা করে এটা একটা কমন ব্যাপার l কিন্তু আরেকটা জিনিস শুনে আসছি বা অনেক বড় বড় ক্রিপ্টো Influencer বলে যে ক্রিপ্টো অনেক সিকিউর
কিন্তু গত কয়েক বছর ধরে একটা জিনিস লক্ষ্য করতেছি যে অনেক ক্রিপ্টো হোল্ডাররা তাদের Asset হারিয়ে ফেলতেছে বিভিন্ন কারণে অনেকের ওয়ালেট হ্যাক হয়ে তাদের Asset হারাচ্ছে -
- অনেকের ওয়ালেট হ্যাক হয়ে তাদের Asset হারাচ্ছে.
- অনেক এক্সচেঞ্জ স্ক্যাম করে ক্রিপ্টো হোল্ডারদের Asset নিয়ে যাচ্ছে আর অনেক ভুলভাল নিউজ দিচ্ছে যে এই সমস্যা ওই সমস্যা. তারা কখনো আর সেই Asset ফেরত দিচ্ছে না.
- অনেকে অতি লোভে পড়ে বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইডের খপ্পরে পড়ে তাদের Asset হারাচ্ছে.
ক্রিপ্টোকারেন্সি কি আসলেই নিরাপদ আর এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্তির উপায় কি ?