Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 21/11/2023, 05:39:36 UTC
ভাই PGP নিয়ে মোটামুটি যতদূর জানা প্রয়োজন জানছি এবং বুঝছি। তবে আমার আরো কিছু কনফিউশন/প্রশ্ন ছিল।

১. ফোন/পিসি ফ্যাক্টরি রিসেট বা এপস্ আনইনস্টল করলে, সেক্ষেত্রে পূর্ববতী কি-পেয়ার লগিন/রিকোভার করবো কিভাবে (আমি আপনার মতো আপাততোর মধ্যে যেতে চায়, একটাই রাখবো একটাই ইউজ করবো)?

একটাই ব্যাবহার করেন, সেটাই ভালো হবে। আপনি যদি আমার টিউটোরিয়াল গুলো দেখে থাকেন, খেয়াল করে দেখবেন সেখানে প্রাইভেট কি/সিক্রেট কি ব্যাকআপ করা দেখিয়েছি। সেটা থেকেই আবার ইমপোর্ট করে আগের কি ব্যাবহার করতে পারবেন। তবে আপনার প্রাইভেট কি/সিক্রেট কি ব্যাকআপ রাখা অত্যান্ত জরুরী। এটা হারিয়ে ফেলেছেন মানে আপনার পিজিপি কি লস্ট!

২. শুধু কি টেক্সটই এনক্রিপ্ট করা যায় নাকি যেকোন কিছু। ব্যতিক্রমধর্মী সিমবল, ইমোজি, ক্যারেক্টার বোঝাইছি এখানে।
আমি তো ট্রাই করে দেখি নাই। তবে আমার মনে হয় করা যায়। আপনি এখানে একাট ইমোজির কিছু সিম্বল ব্যাবহার করেছেন যেটা আমার এখানে শুধুই সিম্বল টেক্সট হিসেবে দেখাচ্ছে।

ভাই দেখেনতো ডিক্রিপ্ট করতে পারেন কিনা।
মেসেজ:
Quote
-----BEGIN PGP MESSAGE-----

hQGMA01VYPjWVnQkAQv+JEZDK1lt/qCzGvIm1YuLqoAP3cxb7Mx1zPkrLSxsgJIy
pr+1iw/sXRmgy77Rm58lSDPFc/NHHNWmBxYS5c2QX7YjVqeD2Ml9Wp39Tve17BR5
AA+iLVABospEMIhZIOiut7S84qzgPAqO5JHoCe2jCJi21/E99oXFLdiufR+B0lcn
2MoCs+hSVt6LnsUFBNrH4UQon1WUNVideMGexebZ2F1rmLajKiwPxMPTsOP6a19K
CuAE3wGdTcGMZIpzGAK45SKOklJNTLQ7tsuP0LVtdJg4yRbnaDu6tAwOkN4woyKK
HeI+U4RsuDMzgb7VFlsfN8xBOvv4c4J6GVcA+55Uqygw3iDg+XnY1S+nQE23ftlH
R1uLoKNPDD8Dk4WcF/L1wtS8TM9owqE372eAzRSaO+j+/KHz1SfgzfZFSCMSYDWd
DOZa+y/FlIfl4wY9mJ7I2xlk6ZL7TvJ2PpNmpSUU8UAy3OV9NSSeSM9+yHpTFVEI
4GmEds5T6d7VnppU9aMD0k4By7HNDVZplx0cqwYdt0cMy6fdrb8F6xrE827GHDdx
L1xs6LsGF+lrpFkWmM3dGXKTiaCaRYHKk6jIWpzDUje1Nm4Ygbi6nJ/cCOSgJs8=
=TPp/
-----END PGP MESSAGE-----

ওয়ালাইকুম আসসালাম বদ্দা! জি, ডিক্রিপ্ট করতে পেরেছি  Cheesy