Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 21/11/2023, 12:27:48 UTC
60 এর উপরে যাবে আগামী বৎসরে ২০২৪ সালের বিটকানের দাম।

বিটকান ৬০ এর ওপরে যাবে কেনো? আমার তো মনে হয় বিটকয়েন ২০২৪ এর শেষের দিকে হযতো তার আগের অল টাইম হাই ক্রস করে ফেলবে। এই মুহুর্তে অনেকেই মার্কেট এ ঢুকবে আর্লি বাই করে রাখার জন্য। যেহেতু এবারের রিওয়ার্ড হাভিং সবচাইতে বেশি অভজারভেশনে রাখা হয়েছে, অনেকের মতে এই হাভিংয়ের পর আমরা এতো ম্যাসিভ বুল রান না ও দেখতে পারি। তবে সেটা যেহেতু ভবিষ্যত, আমাদের কে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে।

বিটকয়েন ফিস এর কি অবস্থা দেখেছেন সবাই? আমি তো কয়েন মুভ করার কোনো সাহস ই করতে পারছি না। ১ লাখ সাতোশি মুভ করতে গেলে ৪০ হাজার সাতোশি ফি চাচ্ছিলো। ভাবলাম আপাতত থাক, কবে এই ট্রানজেকশনের জ্যাম থামবে, কেউ প্রেডিক্ট করতে পারেন?