Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 23/11/2023, 06:41:58 UTC
দুইদিন আগে আমি একটা পোস্টে হ্যাকের ব্যাপারটা বললাম দেখেন আজকেই একটা নিউজ দেখতে পেলাম যে কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ হ্যাক হয়ে গিয়েছে সেখান থেকে অনেক ইউজার তাদের এসেট হারিয়েছে এইভাবে চলতে থাকলে আসলে মানুষ cryptocurrency এর প্রতি অনীহা হয়ে পড়বে.

https://twitter.com/KyberNetwork/status/1727475235342217682?t=iaO4tOA4xjbkS6lihfGPDw&s=19

আপনাদের যদি কারো কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ এ এসেট থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব উত্তোলন করে ফেলুন টিম থেকে বারবার বলতেছে উঠানোর জন্য.

আমার মনে হয় না বাংলাদেশ থ্রেড এর কেউ এখানে কোনো টোকে রেখেছে। আর মানুষ কোনো প্রকার Dex কিভাবে ব্যালেন্স রাখে? আমার তো জানা নাই। কারন আমি Dex তেমন একটা ব্যাবহার করি নাই। যতো সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ এর বিরুদ্ধে বলি না কেনো, যখন বুঝতাম না এর উপকার বা অপকার কি, তার আগেই একাউন্ট করে ফেলেছি। তাই আপাতত সেসব এক্সচেন্জ ই ব্যাবহার করছি। এক্সচেন্জ এ সাধারনত বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো ঢুকাই শুধুমাত্র এক্সচেন্জ বা বাই/সেল করার জন্য। সেখানে ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন পড়ে না। তবে খুব রিসেন্টলি কিছু টোকেন/কয়েন কিনেছি, যেগুলো এখনো কোথাও মুভ করিনি। কাইবার সোয়াপ খুব পপুলার না, তবুও যারা হ্যাকিংয়ে ভেতরে পড়ে গেছে, তাদের আসলে কপাল খারাপ। এজন্যই নিজের ওয়ালেটে কয়েন রাখা জরূরী। নিজের ভূলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন। অন্যের ভুলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন না।