হ্যাঁ আমি জানি যে যখন ট্রানজেকশনের পরিমাণ বাইরা যায় তখন ট্রানজেকশন এর ফি বাইরা যায়। আর এবারের ফি বাড়ার একটি কারণ বিটকয়েনের দাম অতিরিক্ত হাড়ে উঠানামা করা আমি এটা বলেছি কারণ হচ্ছে। বিটকয়েনের এই অবস্থা দেখে অনেক বিটকয়েন ব্যবহারকারী আছে যারা প্যানিক হয়ে বিটকয়েন বিক্রি করতেছে আবার কিনতেছেন। যার কারণে ট্রানজেকশন এর পরিমাণও অনেক বেড়ে যাচ্ছে। আবার অন্যদিকে আপনিও তো কিছু কারণ উল্লেখ করছেন সব মিলাইয়া বিটকয়েনের ট্রানজেকশন ফি এখন আমাদের সামর্থের বাইরে চলে গেছে। কতদিন যে এরকম থাকবো তারও কোনো নিশ্চয়তা নাই
বিটকয়েনের ট্রানজেকশনের ভলিয়ম সাধারনত বুল রানে বেড়ে থাকে। কিন্তু এখনো বুল রান শুরুই হয়নি, তবুও ট্রানজেকশ এবং ফিস অতিরিক্ত পরিমানে বেড়ে গেছে। দাম যে খুব বেশি এদিক সেদিক হচ্ছে তেমন টা বলবো না। কারন বিগত ১৫ দিনের চার্ট অনুযায়ী বিটকয়েন ৩৫০০০ হাজার ডলার থেকে ৩৭৫০০ ডলারের ভেতরেই অবস্থান করছে। এটা তো বিটকয়েনের ন্যাচারই বলা চলে। তবে যে পরিমান ট্রানজেকশন পেন্ডিং পড়ে আছে, আগামী ৩০ দিন কোনো ট্রানজেকশন না হলেও প্রায় ৩৪ দিন সময় লাগবে মিমপুল খালি হতে। এভারেজ ব্লকটাইম ১০ মিনিট ধরে, প্রতি ব্লকে এভারেজ এ ৩০০০ ট্রানজেকশন গেলে, আড়াই লাখ ট্রানজেকশন কনফার্ম হতে এই পরিমান সময় লাগবে। এখন চিন্তা করে দেখেন কতোদিন পর এসব নরমাল হতে পারে। আর ট্রানজেকশন তো বন্ধ থাকবে না। আগামী ২ মাসে অন্তত ফিস কমার চান্স দেখি না।