Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 24/11/2023, 13:51:38 UTC
বাইনান্স এক্সচেঞ্জের সাথে কি খারাপ কোন কিছু হতে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না এইমাত্র আমি দেখতে পারলাম CZ এর টুইটার অ্যাকাউন্ট Restricted করে দিয়েছে.
CZ এর বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে এবং একাধিক অভিযোগের বিষয়ে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। এখনই বোঝা যাচ্ছে না কি হতে পারে এই ক্রিপ্টো এক্সচেঞ্জ এর সাথে তবে আমাদের অর্থের ঝুঁকি নেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন নাই। যদি আমাদের মনে হয় যে এই এক্সচেঞ্জ আমাদের সাথে খারাপ কিছু করতে পারে তাহলে এখনই আমাদের এই এক্সচেঞ্জ থেকে সাময়িকভাবে অর্থ উত্তোলন করে রাখা উচিত। সাময়িকভাবে অর্থ উত্তোলন করে রাখার পর যখন পরিস্থিতি আবারো স্বাভাবিক হবে তখন আমরা আবারও ভালভাবে নির্ভয় এই ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবহার করতে পারব।