আমার মনে হয় না বাংলাদেশ থ্রেড এর কেউ এখানে কোনো টোকে রেখেছে। আর মানুষ কোনো প্রকার Dex কিভাবে ব্যালেন্স রাখে? আমার তো জানা নাই। কারন আমি Dex তেমন একটা ব্যাবহার করি নাই। যতো সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ এর বিরুদ্ধে বলি না কেনো, যখন বুঝতাম না এর উপকার বা অপকার কি, তার আগেই একাউন্ট করে ফেলেছি। তাই আপাতত সেসব এক্সচেন্জ ই ব্যাবহার করছি। এক্সচেন্জ এ সাধারনত বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো ঢুকাই শুধুমাত্র এক্সচেন্জ বা বাই/সেল করার জন্য। সেখানে ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন পড়ে না। তবে খুব রিসেন্টলি কিছু টোকেন/কয়েন কিনেছি, যেগুলো এখনো কোথাও মুভ করিনি। কাইবার সোয়াপ খুব পপুলার না, তবুও যারা হ্যাকিংয়ে ভেতরে পড়ে গেছে, তাদের আসলে কপাল খারাপ। এজন্যই নিজের ওয়ালেটে কয়েন রাখা জরূরী। নিজের ভূলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন। অন্যের ভুলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন না।
বর্তমানে আমার সিচুয়েশন অনেকটাই এমন যে ডিসেন্টালাইজ এক্সচেঞ্জার হোক বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার হোক কোনটাই ব্যবহার করা নিরাপদ না। আগে ট্রাস্ট ওয়ালেট এর থাকা নানান অল্ট কয়েন গুলো এক্সচেঞ্জ বা সোয়াপ করার জন্য DEX একচেঞ্জার গুলোতে ওয়ালেটটা কানেক্ট করতে হতো। এতে করেও তো ওই বিষয়টা থাকলো না নট ইওর কিস নট ইওর কয়েন। আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলোর কথা বললে তো সেখানে আপনার কোন কন্ট্রোলই নাই সব কন্ট্রোল সেন্ট্রাল এর হাতে।
এখন কথার মধ্যে কথা হইলো গিয়া যতদিন না পর্যন্ত এই দুনিয়া প্রপারলি বিটকয়েন এর পেয়ার টু পেয়ার ডিসেন্টালাইজেশন এ অভ্যস্ত হবে না ততদিন পর্যন্ত আমাদেরকে ইচ্ছা বা অনিচ্ছায় এদেরকে ব্যবহার করে যেতেই হবে।

বিটকয়েনের ট্রানজেকশনের ভলিয়ম সাধারনত বুল রানে বেড়ে থাকে। কিন্তু এখনো বুল রান শুরুই হয়নি, তবুও ট্রানজেকশন এর পরিমান এবং ফিস অতিরিক্ত পরিমানে বেড়ে গেছে। দাম যে খুব বেশি এদিক সেদিক হচ্ছে তেমন টা বলবো না। কারন বিগত ১৫ দিনের চার্ট অনুযায়ী বিটকয়েন ৩৫০০০ হাজার ডলার থেকে ৩৭৫০০ ডলারের ভেতরেই অবস্থান করছে। এটা তো বিটকয়েনের ন্যাচারই বলা চলে। তবে যে পরিমান ট্রানজেকশন পেন্ডিং পড়ে আছে, আগামী ৩০ দিন কোনো ট্রানজেকশন না হলেও প্রায় ৩৪ দিন সময় লাগবে মিমপুল খালি হতে। এভারেজ ব্লকটাইম ১০ মিনিট ধরে, প্রতি ব্লকে এভারেজ এ ৩০০০ ট্রানজেকশন গেলে, আড়াই লাখ ট্রানজেকশন কনফার্ম হতে এই পরিমান সময় লাগবে। এখন চিন্তা করে দেখেন কতোদিন পর এসব নরমাল হতে পারে। আর ট্রানজেকশন তো বন্ধ থাকবে না। আগামী ২ মাসে অন্তত ফিস কমার চান্স দেখি না।
সেন্ডাবল মেরিট না থাকার কারণে আপনার এই পোস্টটাকে মূল্যায়ন করতে পারলাম না।

যাইহোক যারা জানেন না
বিটকয়েনের লেনদেন ফি কেন বৃদ্ধি পায় এবং কিভাবে এর ট্রানজেকশন ফি হিসাব করা হয় তারা
কয়েন আলাপ এই পোস্টটি আর্টিকেলটি পারেন।