Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 25/11/2023, 15:13:38 UTC
⭐ Merited by Crypto Library (1) ,Bd officer (1)
অনেকে সাজেস্ট করতেছে, ViaBTC free accelerator ব্যবহার করার জন্য। তবে এটা কিভাবে ব্যবহার করে, কিভাবে কি কিছুই জানিনা। কেউ এই টুলস কি ব্যবহার করছেন আগে?

আপনার ট্রাঞ্জেকশন আইডি দিয়ে ফ্রি সাবমিশনে ক্লিক করবেন। এতটাই সিম্পল!
তবে, আপনার ট্রাঞ্জেকশনে কিছু মিনিমাম লিমিট থাকা লাগবে-
১। ট্রাঞ্জেকশন ফি সর্বনিন্ম ১০ সাতোশি পার বাইট হতে হবে। এর কম হলে সেটা এক্সেপ্ট করবে না।
২। ট্রাঞ্জেকশন সাইজ সর্বোচ্চ ৫০০ বাইট হতে হবে। এর বেশি হলেও সেটা একসেপ্ট করবে না।
৩। প্রতি ঘন্টায় তারা ১০০টা ট্রাঞ্জেকশন ফ্রিতে এক্সিলারেট/ত্বরানিত করে। সুতরাং, আপনাকে মোটামুটি ২/৩ মিনিটের মধ্যেই সাবমিট করতে হবে।

নোট-১ঃ যে কোন ট্রাঞ্জেকশন যে কেউ চাইলেই একটা ব্লকে যোগ করতে পারে যদি তারা ব্লক খুজে পায়। তবে, সাধারনত সব মাইনারই ফি বেশি যেসব ট্রাঞ্জেকশনে রয়েছে সেগুলোই রাখে। ভায়াবিটিসি, কিছু ট্রাঞ্জেকশন কম ফি হওয়া সত্ত্বেও ব্লকে এড করে এই শর্তে যে উপরের সব শর্ত উক্ত ট্রাঞ্জেকশনটি পূরণ করতে হবে এবং ভায়াবিটিসি যখন ব্লক খুজে পাবে, কেবল তখনি আপনার ট্রাঞ্জেকশন কনফার্ম হবে।

https://blockstream.info/nojs/tx/b5a2af5845a8d3796308ff9840e567b14cf6bb158ff26c999e6f9a1f5448f9aa

এই ট্রানজেকশন টা দেখেন। এই লোকের ওয়ালেট এ ১৩৯.৪২ বিটকয়েন ছিলো। তিনি সেটা ট্রান্সফার করতে গিয়ে ৮৩.৬৫ বিটকয়েন ফি দিয়ে ফেলেছেন। সম্ভবত এমন কোনো ওয়ালেট ইউজ করেছেন যেখানে ম্যানুয়াল ফি এডিট অপশন চালু করা ছিলো এবং তিনি ফি এর যায়গায় এমাউন্ট বসিয়ে দিয়েছে ভুল করে। আমার আপাতত এমনটাই মনে হচ্ছে।  কয়েক লাখ ডলার নিমিষেই শেষ হয়ে গেলো। ট্রানজেকশন করার পর যদি কনফারমেশন হওয়ার আগ অব্দি বুঝতে পারতো, তাহলে হয়তো ফি কমানো যেতো। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা এখন আর রোল ব্যাক করার কোনো উপায় নেই। জীবন পাল্টে দেয়ার মতো কিছু ভুল মানুষ করে থাকে। এসব হলো সেই ধরনের ভূল।

আমি যতদূর জানি যদি ভুলবশত অযৌক্তিক কোনো এমাউন্ট ফি হিসেবে দেয়া হয় সেটা ব্যাক করে দেয় বা ব্যাক নেয়ার সুযোগ থাকে। যদি আসলেই ভুলবশত অতিরিক্ত ফি দিয়ে থাকে সেটা সম্ভবতো রিকোভার করা সম্ভব। এমন কিছু কেস আছে যেখানে রিফান্ড করে দেয়া হয়েছে এসব অতিরিক্ত ফি। সিউর না, কেউ যদি ক্লিয়ার করতেন বিষয়টা।

/quote]
এইটা নির্ভর করে কে ব্লক পেল। ধরে নিন আপনি #১০০০০০ ব্লক মাইনিং করলেন। মাইনিং রিওয়ার্ডও আপনি পেলেন। এখন কেউ যদি ভুলে অনেক ফি দেয়, আপনি কিন্তু সেটার দায়ভার বহন করবেন না। অর্থাৎ আপনি প্রকৃতপক্ষেই উক্ত বিটকয়েনের মালিক। কেউ ভুলে বেশি ফি দিয়েছে বলে আপনার বিপক্ষে লিগ্যাল একশন নিতে পারবে না।
কিন্তু আপনি যদি মানবতার দিক চিন্তা করেন, তাহলে আপনি চাইলে প্রকৃত মালিককে তার বিটকয়েন ফেরত দিতে পারেন। তাই বলা যায় এইটা আসলে যে উক্ত ব্লক মাইনিং করেছে একান্তই তার ব্যাপার।