Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 27/11/2023, 03:00:31 UTC
এইটা পুরোটাই হিউম্যান এরোর। ম্যানুয়ালি বসাতে ভূল করেছে। তাছাড়া অন্য কোনো ভাবে এইটা হওয়ার পসিবিলিটি নেই আমার জানা মতে। অটোমেটিক ফি ইউজ করা ভালো তবে যখন নেটওয়ার্ক এ বেশি চাপ থাকে তখন ফি কমাতে ম্যানুয়াল করতে হয়। একটু ঘাটাঘাটি করেন বিষয় টা বুঝতে পারবেন।
বেশিরভাগ ওয়ালেটে ফি এস্টিমেশন সঠিক নয়। আপনি যদি অটোমেটিক ফি চুজ করেন, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কিছু ফি দিবেন। যদিও ফি যখন কম থাকে তখন এইটা খুব একটা গায়ে লাগবে না। সাধারনত মিমপুল চেক করে ফি সেট করাই শ্রেয়।

যারা ইলেকট্রাম ওয়ালেট নতুন ব্যবহার করে তাদের ক্ষেত্রে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি ইলেকট্রামে বিটকয়েনের ডেনোমিনেশ্ন কিভাবে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে আপনাকে ফি কিংবা এমাউন্ট বসাতে হবে। অনেক সময় আমাদের ডিফল্ট ডেনোমিনেশন থাকে এম.বিটিসি যার কারনে আমরা প্রয়োজনের তুলনায় কম এমাউন্ট পাঠানো হয়, পক্ষান্তরে প্রয়োজনের তুলনায় অত্যধিক ফি দেয়া হয়ে যায়।