Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 28/11/2023, 17:20:05 UTC
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি।

সত্যি কথা বলতে ভাই ইনভেস্ট করার ইচ্ছা আছে আপনার সাথে কিন্তু এই মুহুর্তে ইনভেস্ট করার মতো সামোর্থ নাই, এই কারনেই ইচ্ছে থাকা সত্যেও ইনভেস্ট করতে পরিনা। আপনি গাইড দেন সামনে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এটা হচ্ছে ভাই আমাদের প্রধান সমস্যা, আমাদের বিনিয়োগ করার আগ্রহ আছে কিন্তু বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নাই। হয়তো এখন বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নাই কিন্তু ভবিষ্যতে অবশ্যই আপনার সময় আসবে এবং সেই সময় অবশ্যই আপনি বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ করতে অর্থ লাগে কিন্তু বিনিয়োগ সম্পর্কে শিখতে অর্থের প্রয়োজন হয় না এবং বিনিয়োগ করার পূর্বে আগে বিনিয়োগ সম্পর্কে শিখতে হয়। আপনি অর্থ হলে বিনিয়োগ করতে পারবেন তাই এই সময় টুকু অর্থ ম্যানেজ করার পাশাপাশি বিনিয়োগ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করুন। বিনিয়োগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্বল্প মেয়াদী বিনিয়োগ আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করেন তাহলে দীর্ঘ মেয়াদী বিনিয়োগ নিয়ে বেশ কিছু টপিক তৈরি করা আছে আপনি সেই টপিক এর মূল বিষয় এবং অন্যান্য মন্তব্য গুলো পড়তে পারেন আশা করছি আপনার বিনিয়োগ সম্পর্কে মোটামুটি ধারণার সৃষ্টি হবে।