Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 29/11/2023, 12:36:46 UTC
পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন ট্রফির আসর? মূলত ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণেই সিদ্ধান্ত হতে পারে। রাজনীতি উত্তেজনায় ভারত সরকার তাদের ক্রিকেটারদেরকে পাকিস্তান সফর প্রায় নিষেধ করে দিয়েছে। সে কারণেই আমরা সবাই দেখেছে এশিয়া কাপের কয়েকটা ম্যাচে পাকিস্তানের আয়োজক ছিল সেখানে ভারতের ক্রিকেট টিম কাউকে দেখা যায়নি।এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের পিসিবি জানিয়েছে ২০২৩ এশিয়া কাপ খেলতে যেমন ভারত পাকিস্তানের যায়নি একই ভাবে যদি চ্যাম্পিয়নশিপ খেলতে না যায় তাহলে ভারতকে এর মূল্য দিতে হবে। ভারতের বিভিন্ন টকশো বা গণমাধ্যমের দাবি 2025 সালের চ্যাম্পিয়নশিপ এর  অন্য কোন দেশ আয়োজক হতে পারে। আয়োজক হিসাবে তারা দেখছে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের ভেনুতে হতে পারে। শেষ পর্যন্ত দেখা যাক ভারত টিম ২০২৫ এর চ্যাম্পিয়নশিপ এর ভেন্যু পরিবর্তন করতে পারে কিনা। না তাদের বাধ্য হয়ে পাকিস্তানের খেলতে যেতে হয়?