Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 29/11/2023, 14:12:23 UTC
আসলে আমি একটা বিষয়ে বুঝি না, যখন এশিয়া কাপ হলো তখন ভারত পাকিস্তানে গেল না। ভারতের যতগুলি ম্যাচ ছিল সবগুলি ম্যাচ শ্রীলঙ্কায় হয়েছে। কিন্তু বিশ্বকাপে ভারত মাঠে খেলার জন্য দ্বিমত করেছিলেন পাকিস্তান টিম, কিন্তু আমরা দেখলাম ভারতের মাঠে পাকিস্তান সবগুলো ম্যাচই খেলেছে। পাকিস্তান যদি ভারতে মাটিতে খেলতে পারে তাহলে ভারত কেন পাকিস্তানের মাটিতে খেলবে না?

হিসাব টা একদম সোজা। জোর যার, মুল্লুক তার। পাকিস্তান ক্রিকেট বোর্ড এর তুলনায় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অনেক বেশি প্রভাবশালী। মূলত আইসিসি ইভেন্ট এর সিংহভাগ ডিসিশনে ইন্ডিয়ার প্রভাব অনেক বেশি। তারা যদি বলে আমরা পাকিস্তান যাবো না, সেখানে তারা যাবেই না। এবার আইসিসির যদি ক্ষমতা থাকে, তাহলে তারা ভারতকে ছাড়া ইভেন্ট আয়োজন করুক। আইসিসি কখনোই ভারত কে ছাড়া টুর্নামেন্ট আয়োজন করবে না। কারন ভারতের মতো একটা দেশে যে পরিমান ক্রিকেট এর বাজার আছে, আইসিসি সেটা কোনো ভাবেই মিস করতে চাইবে না। পাকিস্তানে সেই বাজার অনেক কম। সুতরাং পাকিস্তান বাধ্য হয়ে ভারতে গিয়ে খেলেছে। কিন্তু ভারত যদি পাকিস্তানে না যায়, আইসিসির কিছুই করার নেই। আবারা তারা ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন ও করবে না।