আসলে আমি একটা বিষয়ে বুঝি না, যখন এশিয়া কাপ হলো তখন ভারত পাকিস্তানে গেল না। ভারতের যতগুলি ম্যাচ ছিল সবগুলি ম্যাচ শ্রীলঙ্কায় হয়েছে। কিন্তু বিশ্বকাপে ভারত মাঠে খেলার জন্য দ্বিমত করেছিলেন পাকিস্তান টিম, কিন্তু আমরা দেখলাম ভারতের মাঠে পাকিস্তান সবগুলো ম্যাচই খেলেছে। পাকিস্তান যদি ভারতে মাটিতে খেলতে পারে তাহলে ভারত কেন পাকিস্তানের মাটিতে খেলবে না?
আপনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার একটি ম্যাচে শিখর ধাওয়ান একটি ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারির সাথে পা লেগে সীমানায় যে ফোমের ব্যারিকেট লাগানো থাকে সেটা প্রায় আধা ফিটের মত সরে যাওয়া সত্ত্বেও ওই ক্যাচটি আউট দিয়ে দেয় অথচ রিপিট করে দেখানো হলেও সেটাকে আর ছয় না দিয়েই আউট দেওয়া হয়। তখন icc এই বিতর্কিত আউট কে ইন্ডিয়ার পক্ষেই সাফাই গিয়েছিল। এর মানে হচ্ছে ইন্ডিয়া ক্রিকেটে যাই করুক না কেন এর প্রতিবাদ করার মত কোন শক্তি আপাতত ক্রিকেটে নেই।
এবারের বিশ্বকাপে আপনারা অনেক বৈষম্যই দেখেছেন কিন্তু প্রতিবাদ করতে কাউকে কি দেখেছেন? ক্রিকেটে ইন্ডিয়া যেটা করবে সেটা প্রতিবাদ করলে আইসিসি থেকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আপাতত ইন্ডিয়াই শীর্ষে থেকে আইসিসি নিয়ন্ত্রণ করুক এটাই আইসিসি চায়। তাই পাকিস্তানের মতো একা বিদ্রোহ করে আইসিসির কোন নিয়মের পরিবর্তন করতে পারবে না কেননা আইসিসির ৭০% খরচ ইন্ডিয়া বহন করে থাকে। আমরা দাদা-দাদির মুখ থেকে একটি প্রবাদ শুনে থাকি যে যে গরু বেশি দুধ দেয় সেগরুর লাথিও ভালো লাগে।