সিনবাদ মিক্সার সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে এ ঘটনাটা ঠিক এবং এটাও ঠিক যে আমাদের ফোরামের স্বনামধন্য সিগনেচার ম্যানেজার ইতিমধ্যে সকল ইউজারকে যারা সিনবাদ মিক্সচারে সিগনেচার করেছে তাদের সিগনেচার রিমুভ করার জন্যও বলেছেন।
তবে মিক্সার গুলো এরকমই হয় বেশ কয়েকদিন চলার পর হঠাৎ করে সরকার দ্বারা পাকড়াও হয়ে বন্ধ হয়ে যায়। আর বন্ধ হওয়ার জন্য একমাত্র কারণ হলো হিউজ পরিমানে মানি লন্ড্রারিং। মিক্সার সম্পূর্ণ গোপনীয় হওয়ায় সবচেয়ে বেশি মানি লন্ড্রারিং হয় যার কারণে অতীতেও ChipMixer, Whirlwind Money সহ আরো কয়েকটি মিক্সার বন্ধ হয়েছে এবং সরকার দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছে।