Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 30/11/2023, 03:49:51 UTC
ভাই সিনবাদ মিক্সারের অবস্থা দেখছেন কেউ? কি একটা অবস্থা। ম্যানি লন্ডারের দায়ে ইউএস ফেডারেল সাইটটা বাজেয়াপ্ত করেছে। পরবর্তীতে কি হয় কে জানে। কয়েনডেক্স থেকেউ নিউজ পাবলিশ করেছে দেখলাম, ঘটনা মনে হয় আসলেই সত্য। আপনারা কারা সিনবাদের সিগ্নেচারে ছিলেন?  Embarrassed

https://www.coindesk.com/policy/2023/11/29/crypto-mixer-sanctioned-by-us-treasury-for-north-korea-allegations-as-fbi-and-finish-police-seize-website/amp/


বাংলা বোর্ডের কিছু সদস্য সিনবাদ মিক্সার এর প্রচারণা ক্যাম্পেইনে যুক্ত ছিল কিন্তু এই ক্যাম্পেইন শেষ হওয়ার আগেই অন্য একটি ক্যাম্পেইনে বাংলা বোর্ডের বেশিরভাগ সদস্য কাজ করার সুযোগ পায় এবং সেখানে বেশিরভাগ বাংলা বোর্ডের সদস্য কাজ করার সিদ্ধান্ত নেয়। সিনবাদ মিক্সার সিগনেচার ক্যাম্পেইনে অনেক সদস্য কাজ করতো, এই ক্যাম্পেইন শেষ হওয়ার কারণে সবাই এখন বিভিন্ন ক্যাম্পেইন এর ওপেন স্লট খুঁজবে কাজ করার জন্য।