Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 30/11/2023, 07:50:15 UTC
ম্যানি লন্ডারের দায়ে ইউএস ফেডারেল সাইটটা বাজেয়াপ্ত করেছে।

সিনবাদ মিক্সার বাজেয়াপ্ত করেছে FIOD যেটা নেদারল্যান্ড এর একটা সরকারি সংস্থা!
আমার কাছে কেনো জানি মনে হচ্ছে এটা ভিন্ন রকম কোনো ঘটনা হতে পারে। তবুও আসল সত্যি টা তো কেউ জানি না। সিনবাদ নিজে থেকে এমন করলে মাত্র ২ দিন আগে ০.৫ বিটকয়েন ক্যাম্পেইনের এসক্রো এড্রেস এ দিতো না। না দিয়েই তারা চাইলে ওয়েবসাইট বন্ধ করতে পারতো।

ওততেরি, আমি জানতাম যে FIDO ইউএসএ এর কোনো ফেডারেল সংস্থা। মাই মিসটেক  Smiley। হ্যা ভাই আমার কাছেও বিষয়টা কেমন জানি ঘটকা লাগলো। এমন হওয়ার কথা না। তারা তাদের মিক্সারের ব্যাপক প্রচারণা চালাইছে। ৫০+ সপ্তাহ অনেক বড় একটা সময়। অন্য কোনো কাম্পেইন এত দিন চলছে কিনা সিউর না।  আর স্ক্যামই যদি করতো তাহলে সপ্তাহে সপ্তাহে এত টাকা খরচ করতো না। দুই দিন আগেও তো এসক্রো ফিল করে দিলো। সবকিছু ঠিকঠাক লাগছিল সবার কাছে। আমার মনে হয়, সাইটটি সম্ভবতো কোনো হ্যাকের শিকার হইছিল, ডাইন ছিলো কিছুদিন। নয়তো হঠাৎ করে মেইনটেনেন্স নোটিস দিবে কেন। Royce777 ও এমনটা বললো দেখলাম। দেখা যাক সিনবাদ টিম কি বলে।




Quote
সব কিছু তো ঠিকই কাজ করলো। মজার ব্যাপার হলো ফোনের এই এপ এ ইমোজি সহ শো করেছে।
আগের বার আমি পুরানো স্টাইলে ইমজি দিসিলাম। মানে দাড়ি-কমা, ব্রাকেট ব্যবহার করে। তাই আগের বার ঐরকম মেসেজ পেয়েছিলেন। বাট এইবার সরাসরি কিবোর্ড থেকে ইমজিটা মেসেজে এড করছি। তাই ইমজির ছবিসহ শো হইছে।