Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 30/11/2023, 13:00:01 UTC
⭐ Merited by Learn Bitcoin (1)
~PGP~
আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে যে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট বার করতে হয়
আমি@BitcoinGirl.Club পোস্টে দেখেছি যে ফিঙ্গারপ্রিন্ট বের করেছে অনেকে কিন্তু আমি কিভাবে বের করতে পারবো। আবার এটা বুঝতে পারছি না যে তারা পাবলিক key এবং মেসেজ কোড করে উল্লেখ করছে সেগুলো ছোট দেখাচ্ছে কিন্তু আমরা এখানে উল্লেখ করছি সেগুলো এত বড় দেখাচ্ছে কেন।

নিচের স্টেপ ফলো করুন।


Fingerprint এবং Public Key দিয়ে ভেরিফাই করা হয় আসলে যাকে মেসেজ দিবেন সে আসলেই আপনার কাঙ্ক্ষিত বান্দা কিনা। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন।

ধরেন আপনি কোনো অনলাইন প্লাটফর্ম থেকে Learn Bitcoin ভাইয়ের PGP PK নিলেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা Learn Bitcoin ভাইয়েরই কি কিনা? পাবলিক কি এর হাজার হাজার রান্ডম ঐ কোডগুলো মিলিয়ে মিলিয়ে দেখবেন? অবশ্যই না। এখানে আসে Fingerprint। যেহেতু এটা সহজে পড়া যায়, সেক্ষেত্র আপনি Learn Bitcoin ভাইয়ের fingerprint এর সাথে ম্যাচ করে দেখতে পারেন। যদি ম্যাচ হয়, তাহলে PGP PK টা আসলেই তার।

আমি যতদূর জানি Fingerprints টা এভাবে কাজ করে। Whatsapp, Telegram এ ও এমন একটা ফিচারস্ আছে, খেয়াল করে দেখছেন হয়তো। সহজে ভেরিফাই করতে কাজে লাগে এটা। বাংলা ভাষায় যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলে।

Finger print: 50D9 7A35 B672 86DF B91D  DF3D 63B1 52DE FEC7 283D




সিনবাদের অবস্থা তো দেখি গুরুতর। অলরেডি বাইনান্স সিনবাদ কাম্পেইনের এসক্রো এড্রেস ব্লাকলিস্টে ফালায় দিয়ে। রয়েস কি বলে দেখেন।



The case is serious and I am considering not to touch any funds that is in the escrow address right now unless I speak to a lawyer. This means no one is going to receive anymore payments unless I have a direction from the lawyer. It's for the safety of everyone.