প্রথমত ফিঙ্গারপ্রিন্ট সবসময় ইউনিক হয়। আর ২য়, হ্যা আপনারও একটা ফিঙ্গারপ্রিন্ট আছে যা কারোর সাথে মিলবেনা। আমি উপরে একটা ছবি দিসি দেখেন, কিভাবে আপনার ফিঙ্গারপ্রিন্টটি বের করতে পারবেন।
আপনি ছবি দিয়েছেন আমি সেটা দেখছি, কিন্তু ছবিতে দেখে যেটা বুঝতে পারছি যে যার p.key তার ফিঙ্গারপ্রিন্ট।
আমি কিভাবে আমার নিজের ফিঙ্গারপ্রিন্ট বের করতে পারি ভাই আর একবার যদি ছবি দিয়ে বলতেন।