Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Subbir
on 01/12/2023, 01:39:09 UTC
গা ঢাকা ভয় এগুলোর কথা বলবো না  যেহেতু Roysee ইল্লিগাল কিছু করেনি  তাই আমি বলব এটি সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীর দ্বারস্থ হয়েছে।  যেহেতু পুরো বিষয়টা আইনের খেলা। Roll Eyes

'এ্যামেরিকার হোম ট্রেজারি' একটা ডিপার্ট্মেন্ট যারা বিভিন্ন্য বিষয়ে নীতি প্রণয়ন করে থাকে, এখন এখানে আসল সমস্যা হচ্ছে যে আমেরিকার তারা এটাকে বন্ধ করেছে এটা ঠিক আছে কিন্তু এখানে যদি সমস্যায় পড়ে তাহলে সবাই সমস্যাতে পড়বে কেউ একা পরবেনা।

আর বিনাঞ্চে যে বিষয়টা সেটা হচ্ছে যে ফিন্যান্স চাইলে ফ্রিজ করে রাখতে পারে বা ব্ল্যাক লিস্টে রাখতে পারে, কিন্তু সেই অ্যাড্রেস থাকে না যেহেতু এখানে নাম উল্লেখ নেই সেহেতু এটা একটু আইডেন্টিফাই করা জটিল হবে সবগুলা এ্যাড্রেস কে।
আশা করি কোন ধরনের সমস্যা হবে কথা না তার কারণ এই যাবৎ পর্যন্ত এই ধরনের কিছু কোন সমস্যা হয়নি বিটকয়েন টক থেকে যারা কাজ করেছে, আর যদি কখনো সমস্যা হয় তাহলে ছিনবাদ ক্যাম্পেইনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা কাজ করেছে সবারই কিছু না কিছু সমস্যা হবে।