হেলো ভাই বোনেরা!
আমি এখন অব্দি ২ টা পিজিপি টিউটোরিয়াল লিখেছি। এবং সেগুলো ছিলো লিন্যাক্স এবং উইন্ডোজ ব্যাবহারকারীদের জন্য। কিন্তু আমি ভাবছিলাম যে এন্ড্রয়েডের জন্য কোনো এ্যাপ্স আছে কি না। আমাদের বেশিরভাগ লোকাল মেম্বার রা এন্ড্রয়েড ব্যাবহার করে থাকেন। তো আজকে আপনাদের জন্য এন্ড্রয়েড এর জন্য টিউটোরিয়াল নিয়ে আসলাম।
গত কাল আমি আমার ফোনে ২-৩ বার ট্রাই করেছি কিন্তু একটা বিষয়ে বুঝতেছি না। gmail টা দেওয়া ক্ষেত্রে আমি কেমন জানি ব্যাতিক্রম দেখলাম। আপনিও দেখি সঠিক মেইল ব্যবহার করেন নি। আমিও একবার সঠিক মেইল দিয়ে ট্রাই করেছি, আবার ভুল মেইল দিয়ে ট্রাই করেছি, তবে যেকোন বানানো মেইল দিলেই হয়ে যাচ্ছে। PGP আর আমাদের বিটকয়েন টক ফরামে একাউন্ট করা সেম অবস্থা সঠিক মেইল এর প্রয়োজন পরে না। সঠিক মেইল দিলে করলে ভালো হবে, নাকী ভুল মেইল দিলে করলে হবে।।