PGP নিয়া আমার অনেক আগে থেকে জানার আগ্রহ ছিল যখন আপনি প্রথমেই বাংলাতে পোস্ট করছিলেন।
তখন কিছুই বুঝছিলাম না হয়তো ওইটা এন্ড্রয়েড ফোনে ব্যবহারের জন্য ছিল না।
হ্যা, সেটা এন্ড্রয়েড ফোনে ব্যাবহারের জন্য ছিলো না। আমিও অনেকদিন ধরে এই এ্যপ টা ঘাটাঘাটি করার পর ফিচার গুলো বা সিষ্টেমগুলো বুঝতে পেরেছি। একটু ঘাটাঘাটি করলেই সব বুঝতে পারবেন।
আজকে আপনার এই পোস্টটা পইড়া শিখলাম।
আশা করি আপনি সহ আরো অনেকেই নতুন কিছু শিখতে পেরেছেন যেটা প্রাইভেসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সাধারনত এগুলো শিখি শুধুমাত্র কিছু মেরিট পাওয়ার জন্য। তবুও অন্তত মেরিট পাওয়ার জন্য হলেও যদি কেউ জিনিস টা শিখে রাখে, ভবিষ্যতে সেটা কাজে লাগবে।
আপনাকে দেওয়া আমার মেসেজ
আলহামদুলিল্লাহ! আমি ভালো আছি। ফোরামে যে কাউকেই স্যার বলা থেকে বিরত থাকবেন। একটা ফ্রেন্ডলি এডভাইজ দিলাম।