Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 01/12/2023, 14:51:43 UTC
⭐ Merited by AirtelBuzz (1)
কোট

Learn Bitcoin ভাইয়ের কি ইমপোর্ট করার পর আপনি সেটা কনফার্ম করেন নাই। তাই কনফার্ম করতে বলতেছে। আপনি যখন একজনের কি ইমপোর্ট করবেন তখন প্রথমেই সেটার সার্টিফিকেটটি কনফার্ম করে নিয়ে হয়। মানে আমি এই কি গুলোকে বিশ্বাস করি। সহজ ভাষায় এই কি টা Learn Bitcoin ভাইয়ের সেটা আমি কনফার্ম করলাম।

আগের কমেন্টে আমি বলেছিলাম ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা কথা, মনে পড়ে? এখানে ঠিক সেটাই বলতেছে। Confirm Fingerprint। যেহেতু আপনি হাজার হাজার কি ইমপোর্ট করেননি, শুধু ভাইয়েরটাই করছেন, সেক্ষেত্রে আপনি কোনো ভয় ছাড়াই কনফার্ম এ ক্লিক করে দিতে পারেন। তারপরেও যদি সিউর না হন, সেক্ষেত্রে ভাইয়ের কাছ থেকে তার ফিঙ্গারপ্রিন্ট টা চান এবং সেটার সাথে আপনার ফোনে যেটা সো করবে সেটা ম্যাচ করুন।

আপনারটার ক্ষেত্রে দেখেন, three dot এ ক্লিক করার পর advance অপশন সো করতেছে। সেখানে চাপুন। তারপর একটা মেনুতে নিয়ে যাবে। সেখানে ৪ টা অপশন থাকবে, ১. START ২.SHARE ৩.IDENTITIES ৪.SUBKEYS। এর মধ্যে SHARE এ চাপুন তাহলে ফিঙ্গারপ্রিন্ট টা পেয়ে যাবেন।

এর থেকে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই ভাই।  Smiley