কারন Theymos স্পষ্ট বইলা দিছে যে মিক্সার রিলেটেড সকল পুরাতন পোস্ট অটোমেটিক ডিলেট হইয়া যাবে।
কারেকশন!
কোনো পোষ্ট ই ডিলেট করা হবে না। পুরাতন কোনো পোষ্ট এ কোনো মিক্সার এর লিংক বা নাম পোষ্ট এডিট করে বসানো যাবে না। এমনকি নতুন পোষ্ট এ কোনো মিক্সার এর নাম বা লিংক দেয়া যাবে না। মিক্সার রিলেটেড পুরাতন সকল টপিক লক করে আরকাইভ করে দেয়া হবে।
আর Theymos এর ওয়ার্নিং এর পরেও যদি নতুন করে কেউ মিক্সার রিলেটেড ডিস্কাসন এই ফোরামে করেন তাহলে আপনার একাউন্ট ব্যানও হতে পারে।
মিক্সার রিলেটেড ডিস্কাশন এখনো করতে পারছেন, ভবিষ্যতেও করতে পারবেন। তবে কোনো মিক্সার এর নাম মেনশন করা যাবে না এবং লিংক পোষ্ট করা যাবে না। উদাহারন;
I would just like to see this point clarified. What is considered directing someone to a mixer?
If someone says:
"We can use a mixer to break your connection"
"There are services that mix the currencies of several users, and that way you can try to increase your privacy. Search on Google."
"Yesterday I used a very good new mixing service, different from all the others we usually use. Search for 'new btc mix' and find out."
Of the three sentences, which are found in this rule?
Of those three examples, the first and second would be OK because they don't direct people to a specific mixer.
তাই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকেন সবাই। আর যত দ্রুত সম্ভব মিক্সার প্রজেক্টগুলোর সিগনেচার ছেড়ে দেন। তা না হলে একাউন্টের সমস্যা হতে পারে।
অবশ্যই জানুয়ারীর ১ তারিখের আগে সিগনেচ্যার রিমুভ করতে হবে। এর আগে অব্দি একাউন্ট এর কোনো সমস্যাই হবে না।