Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
cryptoWODL
on 01/12/2023, 16:01:56 UTC
⭐ Merited by Xal0lex (2) ,AirtelBuzz (1)
তাহলে কিভাবে বের করব ফিঙ্গারপ্রিন্ট?
Angry

আপনি যদি একটু ভালোভাবে কাটাকাটি করতেন তাহলে অবশ্যই আপনার নিজের Fingerprint বের করতে পারতেন।
এটা বের করা একদম সহজ ইতিমধ্যেই @DYING_SOUL
ভাই তার পোষ্টের মাধ্যমে আপনাকে খুবই সহজভাবে বিস্তারিত বলে দিয়েছে। হয়তো আপনি তার পোস্ট পড়লে শিখবেন।
আমি আপনাকে আরো একটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি ছবির মাধ্যমে। এই ছবিগুলো একটু ভাল করে লক্ষ্য করলে আপনি অবশ্যই আপনার নিজের Fingerprint (ফিঙ্গারপ্রিন্ট) বের করতে পারবেন।

প্রথমে আপনি আপনার OpenKeyChain App প্রবেশ
করবেন।
প্রবেশ করার পর এই ছবিগুলো দেখুন আশা করি Fingerprint নিয়ে যদি কোন সমস্যা থেকে থাকে সবকিছু ক্লিয়ার হবে আপনার।








উদাহরণস্বরূপ, আমার Fingerprint (ফিঙ্গারপ্রিন্ট): 0095c51d2d76a2ccd0018358c19eb88593b11ac5