তাহলে কিভাবে বের করব ফিঙ্গারপ্রিন্ট?
অলরেডি দুইজন পোষ্ট করে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দেখিয়ে দিয়েছে, আশা করি এখন বুঝতে পেরেছেন। ভাই, সব কিছুর ব্যাপারে যদি এতই অপারগ হোন, তাহলে কেমনে হবে বলেন! এরকম ভাবে প্রতি ফ্রেমে স্ক্রিনশট নিয়ে তো আর টিউটোরিয়াল বানানো যায় না। কিছু কিছু জিনিস নিজে নিজে খুজে খুজে দেখতে হয়। আমি এই এপ এর সব কিছু একদিনে বুঝিনি। প্রায় ১৫ দিন মোবাইলে এমনিতেই ফেলে রাখছি। পরে আস্তে আস্তে ঘাটাঘাটি করে এগুলো বের করছি।
এটা নিয়ে গুগলে সার্চ করলে তেমন কোনো গাইড দেখি না। আপনি যদি ২ বার দেখেন ক্লান্ত হয়ে যান, তাহলে কেমনে হবে? নিজে থেকে একটু ঘাটাঘাটি করার দরকার আছে। এখনো না বুঝতে আপনাকে আর কেউ বুঝাতে পারবে বলে মনে হয় না।