ভাই আজকে ভূমিকম্পের feel পাইলেন কে কে?

শুয়ে শেয়ে ফোন ঘাটতেছিলাম, দেখি খাট কাপে। কিছুই বুঝলামনা। তারপর দেখি আসলেই খাট কাপতেছে। পাশে ল্যাপটপের লিড খোলা অবস্থায় ছিল, দেখি একবার ডানে একবার বামে এভাবে ডান-বাম, ডান-বাম কাপতেছে। আমি আসলে বুঝাইতে পারবোনা অনুভূতিটা। খুব ভয় পেয়ে গেছিলাম। এত তাড়াতাড়ি এত বড় ভূমিকম্প হইছে যে, রিয়াক্ট করারও সময় পাইনি। আল্লাহ্ সবাইকে মাফ করুক।