Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 03/12/2023, 02:17:36 UTC
ভাই আজকে ভূমিকম্পের feel পাইলেন কে কে? Roll Eyes
আমি ডাইনিং রুমে বসে টিভি দেখছিলাম হঠাৎ করে দেখে মাথার উপরে ফ্যানটা নাড়াচাড়া করছে। প্রথমে আমি ভয় পেয়েছি ফ্যানের সুইচ তো দেওয়া নেই তাহলে ফ্যানটা কেমন করে ঘুরছে তারপরে বুঝতে পারলাম  যে মনে হয় ভূমিকম্প হচ্ছে। তারপরে ফ্যামিলিতে থাকা সবাইকে নিয়ে বাহিরে বের হয়ে আসলাম। এই ভূমিকম্পটা বর্তমান সময়ে সব জায়গাতে বেশি দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভূমিকম্প হাত থেকে হেফাজত করুক আমিন।